ফিরলেন সৌম্য সরকার
দ্য রিপোর্ট প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে সাদমান ইসলামের। সৌম্য সরকারের সঙ্গে ওপেনে নামেন তিনি। দুই ওপেনার শুরুও করেন ভালো। এরপরই আউট হয়ে ফেরেন সৌম্য সরকার। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে।
সৌম্য সরকার ১৯ রানে ফিরে যান। আরেক ওপেনার সাদমান ২৩ রানে ব্যাট করছেন। তার আউটের পর ক্রিজে এসেছেন মুমিনুল হক।
স্বাগতিক বাংলাদেশ এই প্রথম টেস্টে কোন পেসার ছাড়া মাঠে নেমেছে। তাই বাংলাদেশ দলে নেই মুস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে ঢুকেছেন লিটন দাস। পেসার কমিয়ে ব্যাটসম্যান বাড়িয়েছে বাংলাদেশ দল। চোট শঙ্কায় থাকা মুশফিক আছেন দলে। উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে। দলে আছেন মোহাম্মদ মিঠুনও।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডাউরিচ, জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, শারমন লুইস।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ৩০, ২০১৮)