পুঁজিবাজারে আইসিবির বিনিয়োগ ১১ হাজার কোটি টাকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ রয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।
এই অর্থ বিনিয়োগ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ খাতের কোম্পানিতে। আইসিবির ২০১৭-১৮ হিসাববছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যমতে, পুঁজিবাজারে বিনিয়োগের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিতে। ২০১৭-১৮ হিসাববছরের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আইসিবির বিনিয়োগ রয়েছে দুই হাজার ২২ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ২৬৩ টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরে সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এখাতে বিনিয়োগ রয়েছে এক হাজার ৮০৪ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ৩০ টাকা। তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এখাতে বিনিয়োগ রয়েছে এক হাজার ২০৫ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার ২৭১ টাকা।
অন্যান্য খাতের মধ্যে প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে ৭৪১ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৪০৯ টাকা, সিমেন্ট খাতে রয়েছে ৭৪৯ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৩২৫ টাকা, সিরামিক খাতে ১৪৭ কোটি ৮০ লাখ ৭১ হাজার ২২৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩১১ কোটি ৫১ লাখ ৬৩ হাজার ৬৭৪, আইটি খাতে ৪৭ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৬০, বিমা খাতে ৫৩৩ কোটি ৭৩ লাখ সাত হাজার ১৭০, বস্ত্র খাতে ৬২৮ কোটি ৩৭ লাখ ২০ হাজার ২৬৫, মিউচুয়াল ফান্ড খাতে ২১৬ কোটি চার লাখ ৬৯ হাজার ২৭০, বিবিধ খাতে ৪৩৫ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৭, আর্থিক খাতে ৩৮৬ কোটি ৬২ লাখ ৩৩ হাজার ৬২৬, পেপার ও প্রিন্টিং খাতে ৩০ লাখ ১৩ হাজার ২৮৭, সেবা ও আবাসন খাতের ৫৪ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৬৬৬, চামড়া খাতে ১৪৫ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ৩৩১, টেলিকমিউনিকেশন খাতে ১৬৩ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৮৭২ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৬০ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৬৭ টাকা বিনিয়োগ রয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, পুঁজিবাজারে আইসিবির বড় বিনিয়োগ রয়েছে। কয়েক বছর আগেও পুঁজিবাজারে আইসিবির একক আধিপত্য ছিল। কিন্তু এখন আইসিবি সেই অবস্থানে নেই। প্রতিষ্ঠানটির ভূমিকা নান কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাঁরা বলেন, রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠানটির আরও জোরালো ভূমিকা দরকার।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ৩০, ২০১৮)