বেনাপোলে খুনের আসামি বোমা হামলায় নিহত
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে হাতবোমা হামলায় খুন-গুমসহ বিভিন্ন মামলার এক আসামি নিহত হয়েছেন।
বেনাপোল বন্দর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শুক্রবার সন্ধ্যায় কাগজপুকুর প্রাইমামি স্কুলের পেছনে বটতলায় হামলার এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৫০) কাগজপুকুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
ওসি মাসুদ করিম প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে বলেন, কাগজপুকুর বাজার থেকে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে সন্ধ্যার পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আমিরুল।
“বাড়ির কাছে পৌঁছালে তাকে লক্ষ করে তিনটি হাতবোমা ছোড়া হয়। এতে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।”
তবে কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। খুনি ধরার জন্য পুলিশ ঘটনার পরই অভিযান শুরু করেছে বলে জানান ওসি মাসুদ।
বন্দর থানার এএসআই শাহিন ফরহাদ বলেন, আমিরুলের বিরুদ্ধে চৌগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু হত্যা, আওয়ামী লীগ নেতা সামাদ হত্যাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি গুম-খুনের মামলা রয়েছে। অধিকাংশ মামলায় তিনি জামিনে ছিলেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ৩০,২০১৮)