দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ৭ মাত্রার এ ভূমিকম্পের পর প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।

ভূমিকম্পের সময় ও পরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কে অনেকে রাস্তায় নেমে আসেন বলে খবর পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০১, ২০১৮)