হাটহাজারী পৌর যুবদল সভাপতির পদত্যাগ
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী পৌর যুবদল সভাপতি আবু সৈয়দ চৌধুরী পদত্যাগ করেছেন। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলাইমান মঞ্জুর কাছে শুক্রবার তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা যায়।
আবু সৈয়দ চৌধুরী ৯ ফেব্রুয়ারি অনুমোদিত ১০১ সদস্যের কমিটির সভাপতি ছিলেন।
পদত্যাগপত্রে তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে দলকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক কর্মকাণ্ড সক্রিয়ভাবে পালন করেছিলেন বলে উল্লেখ করেন। বর্তমানে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি পৌর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে পৌর যুবদল সভাপতি আবু সৈয়দের কাছে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলাইমান মঞ্জু আমাকে সভাপতি করে পৌর কমিটি ঘোষণা করেছিলেন। তবে শুরু থেকে আমি ও আমার কমিটির সদস্যরা দলীয় কর্মকাণ্ড চালাতে গিয়ে বিগত দিনগুলোতে রাজনৈতিকভাবে বিভিন্ন বাধা ও হয়রানির শিকার হলেও পাইনি কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। মূলত এ কারণেই আমি দলীয় পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এএস/আরকে/মার্চ ০৭, ২০১৪)