দ্য রিপোর্ট ডেস্ক : হিমালয় পর্বতমালায় ৮.৫ মাত্রার ভূমিকম্পনের পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। আর এরকমটা যদি সত্যিই ঘটে তাহলে সৃষ্টি হবে মহাপ্রলয়।

ভারতের ভূকম্পবিদদের করা এই গবেষণায় সহমত পোষণ করেছেন এক দল মার্কিন বিশেষজ্ঞ। তারা দীর্ঘ দিন ধরে হিমালয়ের ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন।

বেঙ্গালুরুর ‘জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ’-এ ভূকম্পবিদ সি পি রাজেন্দ্রনের নেতৃত্বে চালানো হয়েছে এই গবেষণা। সেখানেই বলা হয়েছে এই প্রলয়ের পূর্বাভাস।

ওই গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়, দীর্ঘ দিন ধরে হিমালয়ের তলার প্লেটে চাপ বাড়ছে। প্লেটের একটি অংশ, আরেকটি অংশের ওপর কয়েকশো বছর ধরে চাপ বাড়িয়েই চলেছে।

আর এ কারণে চাপটি এমন অবস্থায় পৌঁছেছে যে, সেই চাপ আর সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যে কারণে ৮.৫ রিখটার স্কেলের ভূমিকম্প এখন শুধু সময়ের অপেক্ষা।

জিওলজিকাল জার্নাল পত্রিকায় প্রকাশিত ওই রিপোর্টটি পশ্চিম নেপালের মোহন খোলা এবং ভারতের চোরগলিয়া নামক অঞ্চলে দীর্ঘ দিন ধরে গবেষণা চালানো হয়েছে। স্থানীয় স্তরে পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং গুগল আর্থের বিভিন্ন ছবির মাধ্যমে এলাকার ভূপ্রকৃতির পরিবর্তন লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।

এর পরেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন ভারতীয় ভূতত্ত্ববিদদের এই দলটি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০১, ২০১৮)