চকবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণে যুবক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চকবাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অহেদুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের কামালবাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত অহেদুল ইসলাম চকবাজারের কামালবাগে একটি রাবার কারখানায় চাকরি করতেন অহিদুল। তিনি একই এলাকায় থাকতেন।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, অহিদুল কারখানার সামনে একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০১, ২০১৮)