২৯ রানে ৫ উইকেট শেষ উইন্ডিজের
দ্য রিপোর্ট প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫০৮ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতে কাঁপন ধরিয়ে দিয়েছে টাইগার স্পিনাররা। সাকিব-মেহেদির আঘাতে কাঁপছে সফরকারীরা। সর্বশেষ খবর পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
টাইগারদের বড় রানের নিচে পিষ্ট তারা। শূন্য রানেই উইন্ডিজরা হারিয়েছে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়াটকে। এরপর দলের ৬ রানে ফেরের কিয়েরন পাউয়েল। শুরুতে আঘাত হানেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় আঘাত মেহেদি মিরাজ। তাদের ১৭ রানের মাথায় আমব্রিসকে বোল্ড করেন সাকিব। এরপরই ২০ রানের মাথায় মেহেদি মিরাজ পাল্লা দিয়ে বোল্ড করেন রোস্টন চেজকে। পরে আবার মিরাজ হোপকেও বোল্ড করেন। পাঁচ উইকেটই বোল্ড করে তুলে নিয়েছে বাংলাদেশ। ক্রিজে আছেন সিমরণ হেটমায়ার ও ডউরিচ।
এর আগে বাংলাদেশ মাহমুদুল্লাহর ক্যারিয়ার সেরা ১৩৬ রানের সুবাদে বড় সংগ্রহ পায়। এছাড়া দলের আরও তিন ব্যাটনম্যান করেন অর্ধ শতক। সাকিব খেলেন ৮০ হারের ইনিংস। সাদমান করেন ৭৬ রান এবং লিটন খেলেন ৫৪ রানের ইনিংস। দলের হয়ে মিঠুন-মুমিনুলের ২৯ রান, তাইজুলের ২৬ কিংবা সৌম্যর ১৯ রানও বড় সংগ্রহ পেতে বেশ কাজে এসেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০১, ২০১৮)