নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ হাসান (৩৮) নামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

রোববার (২ ডিসেম্বর) ভোরে শহরের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।

র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধে নিজেদের দুই সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

নিহত হাসান দেওভোগ এলাকার মৃত ইয়াসিন ভুইয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক, মারামারি-সন্ত্রাসী কার্যক্রমসহ ২০টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো এবং তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গেলে শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হাসান র‍্যাব সদস্যদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি শুরু করেন। পরে র‍্যাবও পাল্টা গুলি শুরু করলে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তিনি বলেন, এসময় হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৮)