দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারা সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আসেন।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত আছেন সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, শাহাদাৎ হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। এ ছাড়া অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হক চৌধুরী নওফেল, সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মশিউর রহমান, রাশেদুল হক, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, তানভীর ইমাম, এনামুল হক চৌধুরী, ড. সেলিম মাহমুদ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৮)