আন্দোলন নয়, জনগণ এখন নির্বাচন মুডে: কাদের
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ নির্বাচনের মুডে রয়েছে। তারা এখন আন্দোলনের মুডে নেই। বিএনপি যতই আন্দোলনের কথা বলুক জনগণ এখন নির্বাচনের মুডে। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপি নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।
রোববার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি তাদের প্রধানমন্ত্রী ফেজ প্রদর্শন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রী কে তা ঠিক করতে না পারায় তাদের পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার মতো তাদের কোনো নেতা নেই। অন্যদিকে যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হচ্ছে।
গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, গণগ্রেফতারের যে অভিযোগ বিএনপি করছে তার সুনির্দিষ্ট তালিকা দিতে হবে। সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি বলেন, নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে জাতীয় এক্যফ্রন্ট।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৮)