মাফিয়া ধরতে ইউরোপজুড়ে অভিযান
দ্য রিপোর্ট ডেস্ক : জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস ও বেলজিয়াম পুলিশের যৌথ অভিযানে ইটালির একটি মাফিয়া সংগঠনের প্রায় ৯০ জন ধরা পড়েছে বলে জানা গেছে৷ গ্রেপ্তারকৃতরা ইটালির কালাব্রিয়া অঞ্চলের ‘এনড্রেনগেটা’ মাফিয়া সংগঠনের সদস্য৷খবর ডয়চে ভেলের।
বিশ্বে মাফিয়া বলতে সাধারণত ইটালির সিসিলি দ্বীপেরমাফিয়া সংগঠনকে বোঝায়৷ তবে কালাব্রিয়া অঞ্চলের এনড্রেনগেটা মাফিয়া সংগঠন সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়৷ কোকেন বাণিজ্য ও অর্থপাচারের সঙ্গে তারা জড়িত৷
কয়েক বছরের তদন্ত শেষে এনড্রেনগেটার বিরুদ্ধে এই অভিযান শুরু করে চার দেশের পুলিশ৷ অবশ্য সুইজারল্যান্ডের পুলিশও তদন্তকাজে সহায়তা করেছে৷
অভিযান সমন্বয়ের দায়িত্বে আছে ইউরোপীয় ইউনিয়নের জুডিশিয়াল কো-অপারেশন ইউনিট, যা ‘ইউরোজাস্ট’ নামে পরিচিত৷ সংস্থার সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাচ আইনজীবী ফ্রেড ভেস্টারবেক জানান, নেদারল্যান্ডসে অভিযানে প্রায় তিন হাজার কেজি কোকেন জব্দ করা হয়েছে৷ এই সময় ১৪০ কেজি পিল ও প্রায় ২০ লক্ষ ইউরো নগদ অর্থও জব্দ করা হয়৷
এর আগে জার্মান গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দেশটির সবচেয়ে জনবহুল নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যে মূল অভিযান চলেছে৷ কারণ, ঐ রাজ্যে এনড্রেনগেটার বড় উপস্থিতি আছে বলে মনে করা হয়৷ এছাড়া বাভারিয়া, টুরিঙ্গিয়া ও বার্লিনেও অভিযান চলেছে বলে জানা গেছে৷
জার্মান দৈনিক ‘বিল্ড’ জানিয়েছে, জার্মান পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটও অভিযানের সঙ্গে যুক্ত আছে৷ পিজার রেস্তোরাঁসহ প্রায় ১০০টি স্থানে অভিযান চালানো হয়েছে বলে জানায় তারা৷
এদিকে, জার্মানির ‘ডেয়ার স্পিগেল’ বলছে, জার্মানির মাটিতে মাফিয়া ধরতে এটিই জার্মান পুলিশের সবচেয়ে বড় অভিযান৷
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৫,২০১৮)