দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে বার্সা
দ্য রিপোর্ট ডেস্ক : প্রথম লেগে জিতে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়েই রেখেছিল বার্সেলোনা। ফিরতি লেগে কুলতুরাল লেওনেসাকে উড়িয়ে বাকিটা সারলেন কাতালানরা। খর্বাশক্তির দলটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধান এগিয়ে শেষ ষোলোয় উঠেছেন তারা।
প্রথম লেগে কুলতুরাল লেওনেসার ডেরায় ১-০ গোলে জিতেছিল বার্সা। সেই আত্মবিশ্বাস নিয়ে বুধবার রাতে নিজেদের দুর্গ কাম্প ন্যুতে খেলতে নামেন ব্লাউগ্রানারা। এদিন বসিয়ে রাখা হয় লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই। তবে সাফল্য পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৮ মিনিটে ইভান রাকিতিচের পাস ধরে নিশানাভেদ করেন মুনির এল হাদ্দাদি।
এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সা। ফলে ব্যবধান দ্বিগুণ হতেও সময় লাগেনি। ২৬ মিনিটে সেই রাকিতিচের বাড়ানো বল ধরে বজ্রগতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনিস সুয়ারেজ। এর পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন স্বাগতিকরা। তবে গোলের দেখা মিলছিল না। অবেশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে ঠিকানায় বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন মালকম। এ গোলেও ছিল রাকিতিচের ছোঁয়া।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের গতি বাড়ায় কুলতুরাল লেওনেসা। সাফল্যও ধরা দেয়। ৫৫ মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান কমান ইয়োসেপ সেনে। অতিথিদের দৌড় ছিল সেই পর্যন্তই। বাকি সময়টা প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়িয়েছে বার্সা। ৭০ মিনিটে লক্ষ্যভেদ করেন ডেনিস সুয়ারেজ। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয়ে স্প্যানিশ দ্বিতীয় সেরা টুর্নামেন্টের পরের রাউন্ডে টিকিট নিশ্চিত করার আনন্দ নিয়ে মাঠ ছাড়েন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। শেষ ষোলোয় আরও উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া ও ভিয়ারিয়াল।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৬, ২০১৮)