মিথুন নিটিংয়ের লোকসান বেড়েছে ১৪ শতাংশ
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিংয়ের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৪ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) এই লোকসান বেড়েছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪২ টাকা। আগের বছরের একই সময়ে লোকসানের পরিমাণ হয়েছিল ০.৩৭ টাকা। এ হিসাবে লোকসান বেড়েছে ০.০৫ টাকা বা ১৪ শতাংশ।
কোম্পানিটির চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৯.৩৩ টাকা।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৬, ২০১৮)