ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত, ১৭ ডিসেম্বর ইশতেহার: ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে নির্বাচনী ইশতেহার ও আসন বণ্টন বিষয়ে সিদ্ধান্ত নিতে ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিবসহ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মির্জা ফখরুল আরও বলেন, ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৭,২০১৮)