নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নরসিংদী প্রতিনিধি: জেলার শিবপুর উপজেলায় দুই বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার সৈয়দনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি।
ওসি কালাম বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনায় ঘটনাস্থলে তিনজন আর হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন।
দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুর্ঘটনায় পড়া বাস দুটি পুলিশ হেফাজতে নিয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৮)