প্রাইম ইসলামী লাইফের পর্ষদ সভা শনিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী শনিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ওইদিন একই সময় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিক, এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক ও জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক পর্যালোচনা করা হবে।
বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানিটির ৩৬ হাজার ৯৩৬টি শেয়ার মোট ১৩৮ বার হাতবদল হয়, যার বাজারদর ১৭ লাখ ৬৬ হাজার টাকা। ওইদিন শেয়ারদর ছয় দশমিক ৬৫ শতাংশ বা তিন টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৮ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪৮ টাকা ১০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৪৫ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৮ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৪২ টাকা ২০ পয়সা থেকে ৬১ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।
৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছর ছিল ২০ শতাংশ নগদ ও পাঁচ শতংশ বোনাস।
কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০১৪ সমাপ্ত হিসাববছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা আগের বছর ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস ছিল। কোম্পানির ৫০ কোটি অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা।
কোম্পানিটির তিন কোটি পাঁচ লাখ ২০ হাজার ২৩০টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৪৭ দশমিক ২০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২২ দশমিক শূন্য ছয় শতাংশ শেয়ার।
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৭,২০১৮)