হিজবুল্লাহ’র প্রধান অর্থদাতার মার্কিন আদালতে দোষ স্বীকার
দ্য রিপোর্ট ডেস্ক : লেবাননের ব্যবসায়ী কাশিম তাজিদীন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানো সংক্রান্ত অভিযোগের ব্যাপারে বৃহস্পতিবার দোষ স্বীকার করেছেন। মার্কিন কর্তৃপক্ষ তাকে হিজবুল্লাহ’র প্রধান অর্থদাতা হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর বাসসের।
৬৩ বছর বয়সী ব্যবসায়ী তাজিদীন ওয়াশিংটনের একটি আদালতে তার দোষ স্বীকার করেন। এতে তার পাঁচ বছরের সাজা হতে পারে।
মার্কিন অর্থ বিভাগ ২০০৯ সালের মে মাসে হিজবুল্লাহ’র সাথে জড়িত থাকা প্রশ্নে আন্তর্জাতিক মানের সন্ত্রাসী হিসেবে তাজিদীনের নাম প্রকাশ করে। উল্লেখ্য, হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি শিয়া রাজনৈতিক দল ।
বিবৃতিতে আরো বলা হয়, বিদেশে গ্রেফতার হওয়ার পর ২০১৭ সালের মার্চ মাসে তাজিদীনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। আর তারপর থেকেই তিনি বন্দি রয়েছেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৭,২০১৮)