চট্টগ্রাম প্রতিনিধি: পুলিশ কনস্টেবল কাইয়ূম হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি মো. ফারুককে অস্ত্রসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে নগরের কোতোয়ালী থানার সিআরবি কাঠের বাংলো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুকের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার আবদুল আজিজের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে ফারুক। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরের লালখানবাজারের জিলাপী পাহাড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি। তা দেখে বাধা দিতে এগিয়ে আসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির বাসভবনের নিরাপত্তা রক্ষী কাইয়ূম। তাকে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা। এতে আহত হন আরও তিন পুলিশ কনস্টেবল। এ মামলার চার্জশীটভুক্ত আসামি ফারুক। তার বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৮)