মহাজোটের ৩০০ আসনের চূড়ান্ত তালিকা জমা আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে দল ও মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে ৪২টি আসন ছেড়ে দেয়া হয়েছে। এই দলটির আরও দুটি আসন বাড়তে পারে।
শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে মহাজোটের চূড়ান্ত তালিকা জমা দেয়া হবে।
এদিকে প্রথমদিকে আওয়ামী লীগ ১৭টি আসনে ২ জন করে প্রার্থী দিয়েছিল। কিন্তু শুক্রবার ওই আসনগুলোতে একজন করে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। এর মধ্যে বাদ পড়ার তালিকায় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রয়েছেন।
১৪ দলের শরিক ও যুক্তফ্রন্টসহ নিজ দলের প্রার্থীদের নামে দলীয় প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
জাতীয় পার্টির আসনগুলো বাদে শুক্রবার পর্যন্ত ২৫৩ আসনে মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা পাওয়া গেছে। আওয়ামী লীগের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এবারের নির্বাচনে নতুন মুখ যোগ হয়েছে প্রায় অর্ধশত।
পাশাপাশি বাদ পড়েছেন বর্তমান ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ হেভিওয়েট বেশ কয়েক নেতা। এর মধ্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক ও আবদুর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক প্রমুখ।
যারা বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে দলীয় কোন্দল, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়া বয়স ও শারীরিক অসুস্থতার কারণে কয়েকজন বাদ পড়েছেন বলে জানা গেছে।
এর আগে ২৫ মে ২৩১টি আসনে ২৪৮ জনকে নৌকার চিঠি দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর আরও কয়েকজনকে নৌকার চিঠি দেয় দলটি। এরপর দফায় দফায় বৈঠক করে আসন বণ্টন ও প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়।
তালিকা প্রকাশের ঘোষণাও দেয়া হয় একাধিকবার। সর্বশেষ শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহাজোটের চূড়ান্ত আসন ভাগাভাগির ঘোষণা দেন।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)