আশুলিয়ায় সুতার কারখানায় আগুন
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে।
শুক্রবার (৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে ‘ডায়মন্ড থ্রেড ইন্ডাস্ট্রি’ নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কারখানার শ্রমিক বাবুল জানান, রাতের শিফটে কাজ করার সময় হঠাৎ একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিভাবে তারা কারখানা থেকে বেরিয়ে যান। ততক্ষণে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানান, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিইপিজেডের একটি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)