চুয়াডাঙ্গায় গ্যাসের আগুনে নববধূ দগ্ধ
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জেলা শহরে গ্যাসের আগুনে সুমাইয়া আক্তার সীমা নামে এক নববধূ দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে জেলা শহরের সিনেমাহল পাড়ায় এ ঘটনা ঘটে।
দগ্ধ নববধূকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ৩০ শতাংশ আগুনে ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সীমা দামুড়হুদা উপজেলার দর্শনার শরিফুজ্জামানের স্ত্রী।
দগ্ধ সীমার স্বামী শরিফুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যাসের চুলা চালু করার সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।
তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের পাইপ লিক থাকার কারণে আগে থেকেই রান্নাঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। দগ্ধ নববধূ সীমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে সার্জিক্যাল কনসালটেন্ট ডা. তারিক হাসান শাহীন জানান, সীমার শরীরের ৩০ ভাগ আগুনে ঝলসে গেছে। তিনি আশংকামুক্ত নন।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)