ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক বিকালে
রিপোর্ট প্রতিবেদক : স্টিয়ারিং কমিটির পর জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটিও বৈঠকে বসতে যাচ্ছে।
শনিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক লতিফুল বারী হামামী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, সমন্বয় কমিটির বৈঠক শেষ হলেই ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
গতকাল শুক্রবার ঐক্যফ্রন্টের তালিকা প্রকাশের ঘোষণা দেয়া হলেও পরে সংবাদ সম্মেলন করে তা স্থগিত করা হয়।
বিএনপির সঙ্গে আসন বণ্টনে সমঝোতা না হওয়ায় বিলম্ব হচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে।
রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, সে অনুযায়ী শনিবারের মধ্যেই চূড়ান্ত করতে হবে প্রার্থী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।
তিনি জানান, ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের তালিকা শনিবার ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনে আপিল করে যারা প্রার্থিতা ফিরে পাবেন, তাদের নামও সেখানে আসবে।
রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)