বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা
দ্য রিপোর্ট প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে মিলনের শতাধিক সমর্থক নয়াপল্টন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
মিলনের সমর্থকরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনের পরিবর্তে এহসানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবি জানান। কারণ তিনি এলাকায় পরিচিত নন।
এর আগে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে ।
মনোনয়নের দাবিতে মিলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তার সমর্থকরা। এসময় তার স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করেন, দলের জন্য যারা কাজ করছে তাদের মূল্যায়ন করেনি বিএনপি।
রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)