দ্য রিপোর্ট প্রতিবেদক : চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার রাতে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করে ছাপার জন্য তা বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পদত্যাগপত্র জমা দেয়ার এক মাসেরও বেশি সময় পর গৃহীত হলো চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগপত্র।

এই চার টেকনোক্র্যাট মন্ত্রী হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।

গত ৬ নভেম্বর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দের তারা। সেদিন দুপুরেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে পদত্যাগের নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৯,২০১৮)