দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় কমিটির সদস্য হয়েছেন শহিদুল ইসলাম সাইফ । এই গুণী ছাত্রনেতা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের ছাত্রলীগের সফল দপ্তর সম্পাদক।

ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন করতে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান গওহর রিজভী।
কমিটির সদস্য সচিব ডা. দীপু মণি কমিটির সদস্যদের দায়িত্ব সম্পর্কে বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের পর মাঠ পর্যায়ে দলের অবস্থান, দলীয় প্রার্থীদের অবস্থা ও প্রচারণার কাজ করবে।
শহিদুল ইসলাম সাইফের জন্মস্থান নরসিংদী জেলার শিবপুর থানার দক্ষিণ কারারচর গ্রামে।
সদস্য নির্বাচিত হওয়ার তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাইফ তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বলেছেন, নিঃস্বার্থভাবে দেশ ও মানুষের সেবায় নিরন্তর কাজ করে যেতে চাই। তিনি নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় কমিটির সদস্য পদ দেয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১০,২০১৮)