নির্বাচন কমিশনে বিএনপি প্রতিনিধিদল
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেয়ার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন বিএনপি প্রতিনিধিদল।
বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে তিন সদস্যের এ প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে গেছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
প্রতিনিধিদলে আরও আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম।
গত ১০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দেয়ার ঘটনা ঘটছে।
বিএনপির অভিযোগ, সরকার দলীয় লোকজন তাদের প্রচারণায় হামলা ও বাধা দিয়ে আসছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই এসব ঘটনা ঘটছে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৮)