বিএনপি নেতা নূরুল ইসলামকে আটকের অভিযোগ
দ্য রিপোর্ট প্রতিবেদক : জামালপুরের বিএনপি নেতা নূরুল ইসলামকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী জানান, বুধবার রাত সাড়ে ৮টায় জামালপুর থেকে ঢাকায় আসা বিএনপি নেতা নূরুল ইসলামকে হাইকোর্টের সামনে থেকে সাদা পোষাকের পুলিশ আটক করেছে।
তবে পুলিশ এখনো তাকে আটকের বিষয়টি স্বীকার করছে না বলে জানান রিজভী।
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১২,২০১৮)