বিএনপির ওয়েবসাইট বন্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলের ওয়েবসাইট bnpbangladesh.com ব্লক করা হয়েছে।
২০১৬ সালের ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ ওয়েবসাইটে দলের কর্মসূচি, বক্তব্য-বিবৃতি প্রচার করা হতো।
রিজভী বলেন, হীন রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিএনপির ওয়েবসাইটটি সরকার ব্লক করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে সরকার এখন বিরোধী দলের প্রযুক্তি ব্যবহারের অধিকারও হরণ করছে। অবিলম্বে ওয়েবসাইটটি খুলে দেওয়ার দাবি জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, গত মঙ্গলবার থেকে তারা ওয়েবসাইটটি বন্ধ পাচ্ছেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১২,২০১৮)