ড. আবু সাইয়িদের গাড়িবহরে হামলা, ভাঙচুর
পাবনা প্রতিনিধি : সদ্য গণফোরামে যোগ দেয়া পাবনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবু সাইয়িদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা দিকে পাবনার সাঁথিয়া বাজারে শিমুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
এসময় আবু সাইয়িদের গাড়িবহরে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়েছে। প্রচার মাইক কেড়ে নেয়া হয়েছে। এসব অভিযোগ আবু সাইয়িদের।
হামলার শিকার হয়ে আবু সাইয়িদ সাথিয়া থানায় যান। সেখানে লিখিত অভিযোগ না করে পুলিশকে বলেন, আমি আক্রান্ত হয়েছি। পরে এ বিষয়ে লিখিত অভিযোগ করব। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন এই প্রার্থী।
আবু সাইয়িদের কর্মী সমর্থকদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর লোকজন অতর্কিত এ হামলা চালিয়েছে।
সাঁথিয়া থানা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যাবস্থা নিব।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৮)