বিএনপি দুর্বল বলেই মাঠে নামতে ভয় পায়: কাদের
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অবস্থা শক্তিশালী হলে কোনো বাধাই তাদের আটকাতে পারবে না। অবস্থা দুর্বল বলেই তারা মাঠে নামতে ভয় পায়।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে বিএনপির প্রচারে বাধা দেয়ার প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরে সাংবাদিকদের এক সঙ্গে চলমান ভোটের পরিবেশ নিয়েই কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় বিএনপির প্রার্থীদের প্রচারে বাধা দেয়া বা তাদের ওপর হামলা-মামলা ও গ্রেফতারর প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচন কমিশন ভালো বলতে পারবে।
বিএনপি নেতারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, তফসিল ঘোষণার পরও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকেও হয়রানি করা হচ্ছে।
এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উত্তর দেন, এটার জন্য আমরা দায়ী নই। এটার জন্য তারাই ( বিএনপি) দায়ী।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৮)