দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৯ কার্যদিবসে ৪৭ শতাংশ বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৪ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৫২.৯০ টাকায়। টানা ১৯ কার্যদিবস বেড়ে ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর পৌঁছায় ৭৭.৮০ টাকায়। অর্থাৎ ১৯ কার্যদিবসে অব্যাহত উত্থানে কোম্পানিটির শেয়ার দর ২৪.৯০ টাকা বা ৪৭ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর অব্যাহত বাড়াকে অস্বাভাবিক বলছে সিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় সিএসই। কিন্তু নোটিশের জবাবে ১২ ডিসেম্বর কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এজন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৮)