মহাজোটের শরিকদের নিজ প্রতীকে প্রার্থী দেওয়ার পেছনে ‘কৌশল’ রয়েছে
দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন ভাগাভাগি নিয়ে মহাজোটের মধ্যে সমঝোতার পরও শরিক দলের বিভিন্ন প্রার্থী নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পেছনে আওয়ামী লীগের ‘কৌশল’ রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কী কৌশল- সেটি এখনই বলতে নারাজ তিনি।
বৃহস্পতিবার নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সচিবালয়ে দেখা করার পর সাংবাদিকদের এই কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমাদের একটা কৌশল আছে। কৌশলটা তো বলব না। এমনিই ছেড়ে দিয়েছি আমরা? আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে, আমরা না বুঝে কি দিয়েছি।’
তবে কী কৌশলে এমনটা হয়েছে সরাসরি খোলাসা না করলেও এর পেছনের একটি কারণের কথা তিনি জানিয়েছেন। বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী বলেন, ‘বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট যদি নির্বাচন থেকে সরে যায়? তারপর? আবার বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেব না।’
নির্বাচনে অংশ নিতে বিএনপিকে বাধার সম্মুখীন হতে হচ্ছে-এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘আমরা তাদের সরিয়ে দিতে যাব কেন। না না, তারা যদি সরে যায়, সে জন্যই আমরা জোটকে নিয়ে কৌশল করেছি।’
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৪,২০১৮)