পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোরে ঈশ্বরদীর পাকশী এলাকায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি হার্ডিঞ্জব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাকিম (১৭) বগুড়ার শৈলগাড়ি গ্রামের হফিজার রহমানের ছেলে ও শিবগঞ্জের জালাদুদ্দিনের ছেলে রবিউল (২০)।

অপরদিকে ব্রিজের ভেড়ামারা প্রান্তে সাতজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরে আন্তঃনগর চিত্রাই এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। পাকশি ও ভেড়ামাড়া সংযোগ হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এসময় আহত হয় সাতজন। তাদের পাকশি কুষ্টিয়া ও ভোরামারার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৪, ২০১৮)