ভোট করতে নয়, বগুড়ায় এসেছি প্রতিনিধি হিসেবে: ফখরুল
বগুড়া প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বগুড়া-৬ (সদর) আসনে আমি ভোট করতে আসিনি। আমি নেত্রী খালেদা জিয়ার নির্দেশে এখানে তার প্রতিনিধি হিসেবে এসেছি।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বগুড়া শহরে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (রব) সভাপতি আ স ম আবদুর রবের মতো নেতা ধানের শীষের পক্ষে এসেছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাঁশি বাজালে শাসকগোষ্ঠী উড়ে যাবে।
দেশকে বাঁচাতে ৩০ ডিসেম্বর সবাইকে দলীয় কোন্দল ভুলে ধানের শীষকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ সরকার নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায়। তাই সুপ্রিমকোর্ট জামিন দেয়ার পরও অন্যায়ভাবে অন্ধকার কারাগারে আটকে রেখেছে আমাদের নেত্রীকে। তাই কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে বগুড়া সাতটি আসনসহ সারা দেশের সংখ্যাগরিষ্ঠ আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।
এ সময় সভায় খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। সেখানে আরও উপস্থিত জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৪, ২০১৮)