বিজয় দিবসে যবিপ্রবিসাস’র শ্রদ্ধাঞ্জলি
যবিপ্রবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) পক্ষ থেকে শহরের মণিহার সংলগ্ন বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইন সহ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বালা, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকাশ আহমেদ, কার্যনির্বাহী সদস্য আল জুবায়ের রনি, ফয়সাল আহমেদ ইমন, আক্তার হোসেন, রাশেদ খান প্রমুখ।
এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পুস্পস্তবক অর্পণ করেন।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৬, ২০১৮)