তালেবান যোদ্ধাকে হত্যার দায়ে ব্রিটিশ সেনা দোষী সাব্যস্ত
দিরিপোর্ট২৪ ডেস্ক : আফগানিস্তানে এক আহত তালেবান যোদ্ধাকে গুলি করে হত্যার অভিযোগে এক ব্রিটিশ সেনাকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটেনের সামরিক আদালতের বিশেষ বোর্ড।
‘জেনেভা কনভেনশন’ ভঙ্গের অভিযোগে ওই সেনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
২০১১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক অজ্ঞাত ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
ওই কমান্ডো সেনার নাম প্রকাশ করা হয়নি। আদালত তাকে ‘মেরিন এ’ নামে অভিহিত করেছে।
আইনজীবীরা জানিয়েছেন, ২০১১ সালের সেপ্টেম্বরে দুইজন তালেবান যোদ্ধা হেলমান্দের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাদের প্রতিহত করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। পরে ‘মেরিন এ’সহ আরো দুই ব্রিটিশ সেনা আহতাবস্থায় ওই তালেবান যোদ্ধাকে খুঁজে পায়। পরে ‘মেরিন এ’ তাকে পিস্তল দিয়ে বুকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনা ‘মেরিন বি’ নামে আরেক সেনার ক্যামেরায় ধরা পড়ে।
এদিকে, ওই যোদ্ধা আঘাতের কারণে মারা গেছে বলে তারা তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান। তবে, পুলিশ অন্য একটি ঘটনার তদন্ত করতে গেলে এক সেনার ল্যাপটপে এ ঘটনার ভিডিও ফুটেজটি খুঁজে পেলে বিষয়টি জানাজানি হয়। প্রমাণ হিসেবে ওই ভিডিও ফুটেজটি আদালতে দেয়া হয়েছে।
দুই সপ্তাহ শুনানির শেষে সাত-সদস্যেরে আদালত বোর্ড ‘মেরিন এ’কে দোষী সাব্যস্ত করে। তার সঙ্গে থাকা অন্য দুই সেনার বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি দেয়া ও সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
২০০১ সাল থেকেই ব্রিটিশ সেনাসহ বিভিন্ন দেশের সেনারা আফগানিস্তানে তালেবান দমনে লড়াই করে যাচ্ছে। তবে, শিগগিরই যৌথ বাহিনীর সেনারা আফগানিস্তান ত্যাগ করবেন। সূত্র: আল-জাজিরা।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)