মুম্বাইয়ে হাসপাতালে আগুনে ৮ জনের মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় মাস বয়সী এক শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দেড়শ মানুষ।
দেশটির বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার পর সরকারিভাবে পরিচালিত ‘ইএসআইসি কামগার’ নামক হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই ঘটনায় সোমবারই ছয়জনের মৃত্যু হয়। আর মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে আরো দুইজনের মৃত্যু হওয়ায় অগ্নিকাণ্ডে আটজন মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছয় মাস বয়সী একটি শিশু থাকার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার পরপরই ১০টি অগ্নিনির্বাপক গাড়ি দ্রুত ছুটে যায়। এরপর ওই হাসপাতালের রোগীদের নিকটস্থ কুপার হাসপাতাল, হলি স্পিরিট হাসপাতাল, পি ঠাকচেরি ট্রমা হাসপাতাল, সেভেন হিলস হাসপাতাল, সিদ্ধার্থ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
মুম্বাইয়ের মেয়র ভি মহাদেশ্বর বলেছেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। মহারাষ্ট্র শিল্প উন্নয়ন করপোরেশন (এমআইডিসি) অগ্নিকাণ্ড নিরীক্ষার জন্য দায়ী। তারা অগ্নিকাণ্ড নিরীক্ষা করেছে কি-না, সেব্যাপারে তদন্ত করা হবে।
তবে এমআইডিসির উপ-প্রধান এমডি ওগলে বলেছেন, ১৫ দিন আগে অগ্নি-নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হয়েছিল হাসপাতালটি।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৮, ২০১৮)