রাজধানীতে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পিকআপভ্যান চাপায় হামিদুল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে শেরেবাংলা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরে বাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস জানান, আগারগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপভ্যান ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হামিদুলের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর আরোহী মোস্তাকিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৯, ২০১৮)