নির্বাচনী প্রচারে কুমিল্লা অভিমুখে বিএনপি
দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা অভিমুখে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এই যাত্রা শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চান্দিনা উপজেলায় দুপুর ১২টায় ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী স্টেডিয়ামে দুপুর ২টায় জনসভা অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, মো. সালাহ্উদ্দিন ভুইয়া শিশির প্রমুখ।
জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যাওয়ার কথা রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৯, ২০১৮)