দ্য রিপোর্ট প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ীসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রত্যাহারের নির্দেশ দেওয়া চার পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মঈনুল ইসলাম, সোনাইমুড়ী থানার আব্দুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কবির হোসেন ও ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এই চার কর্মকর্তাকে প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে নির্বাচন কমিশন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৯,২০১৮)