মিরপুরে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ
![](https://bangla.thereport24.com/article_images/2018/12/20/854.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপলাইন স্থানান্তর করতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মিরপুর- ১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ এর রাস্তার উভয় পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও এর আশে পাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২০, ২০১৮)