দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ একথা জানান।

তিনি বলেন, টিআই ফজলে রাব্বী চৌধুরীর মৃত্য সনদ পেলে ওই আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হবে।

এর আগে ভোরে ইন্তেকাল করেন ছয়বারের সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২০, ২০১৮)