গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিদাসপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— মাহেন্দ্র চালক রাজিব মোল্লা, হরিদাসপুর গ্রামের সাদ্দাম মোল্লা ও গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মোর্শেদ গাজী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্র থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ২০ জন। হতাহতদের মধ্যে বাস ও মাহেন্দ্রর যাত্রীসহ পথচারীও রয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদনে লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২০,২০১৮)