উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জালিয়াপালং পাইল্ল্যাসিয়া গ্রামের মাস্টার জামাল উদ্দিন চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের বলেন, এক পলাতক আসামি ওই এলাকায় অবস্থান করছে, এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, নৌকার প্রার্থীর প্রচারণায় গাড়ি, অফিস ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। এই মামলায় সুলতান মাহমুদ চৌধুরী এজাহারভুক্ত ২ নম্বর আসামি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
তবে উখিয়া-টেকনাফের বিএনপির প্রার্থী শাহাজান চৌধুরী জানান, তার নেতা-কর্মীদের মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখছে সরকার। নির্বাচনীয় এলাকায় তার দলীয় কর্মীদের কোথাও ভোট চাইতে জনগণের কাছে যেতে দিচ্ছে না।
এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে নেতা-কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২০,২০১৮)