দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সাত দিন আগে লাইসেন্স করা বৈধ অস্ত্র ও থানা বা ট্রেজারিতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বৈধ অস্ত্র জমা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

ইসি’র নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এসব অস্ত্র জমা দেয়ার আদেশ জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (রাজনৈতিক অধিশাখা-৪) আব্দুল জলিলের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বৈধ অস্ত্র নিষিদ্ধকরণ ও বৈধ অস্ত্র জমা প্রদান সংক্রান্তে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ এর ১৭ (ক) (১)এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করল।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ব্যতিত অন্যান্য বৈধ লাইসেন্সকৃত অস্ত্র নির্বাচনের সাত দিন পূর্বে অর্থাৎ ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় ট্রেজারিতে জমা দেয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কমিশন সূত্রে, ভোট গ্রহণের ৭ দিন আগে লাইসেন্স করা বৈধ অস্ত্র থানা বা ট্রেজারিতে জমা দিতে হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে এসব অস্ত্র জমা দিতে হবে।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বৈধ অস্ত্র জমা দিতে হবে না। একই ভাবে সরকারি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা বা অনুরূপ নিরাপত্তার কাজে ব্যবহৃত বৈধ অস্ত্র জমা দেয়ার প্রয়োজন হবে না। নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২০,২০১৮)