দ্য রিপোর্ট ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে পুলিশি অভিযানে বিএনপি-জামায়াতের ১৭০ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। ধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে সাতক্ষীরায় ৭৫, মেহেরপুরে ১৮, নোয়াখালীতে ১১, গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮, মৌলভীবাজারে ৯, যশোরের কেশবপুরে ৭, মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫, বগুড়ার শেরপুরে ৫, নেত্রকোনায় ৩, ঝালকাঠিতে ৩, নওগাঁয় ৩, সুনামগঞ্জের ধর্মপাশায় ৩, পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩, কুমিল্লার বুড়িচংয়ে ২, কুড়িগ্রামের উলিপুরে ২, ফরিদপুরের বোয়ালমারীতে ২, ঢাকার ধামরাইয়ে ১, সিরাজগঞ্জের শাহজাদপুরে ১, লালমনিরহাটে ১, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১, ময়মনসিংহের ত্রিশালে ১, টাঙ্গাইলে ১, কপবাজারের উখিয়ায় ১, দিনাজপুরের পার্বতীপুরে ১, পাবনার ঈশ্বরদীতে ১, ময়মনসিংহের নান্দাইলে ১, সিলেটের গোপালগঞ্জে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা: জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

মেহেরপুর: মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৮ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালী: জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার: জেলার কুলাউড়া ও বড়লেখায় বিএনপি ও খেলাফত মজলিসের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে বড়লেখায় আটজন ও কুলাউড়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ওসি এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেশবপুর (যশোর): কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। থানার ওসি শাহিন জানান, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ): গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

শেরপুর (বগুড়া): শেরপুরে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শেরপুর থানার পরিদর্শক বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনা: দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, নাশকতার মামলা ও বিশেষ ক্ষমতা আইনে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ঝালকাঠি: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ওসি শোণিত কুমার গায়েন বলেন, তাদের একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

নওগাঁ: আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। আত্রাই থানার ওসি মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধর্মপাশা (সুনামগঞ্জ): ধর্মপাশায় বিদ্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ধর্মপাশা থানার এস আই হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মঠবাড়িয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম গ্রেফতারের বিষয় স্বীকার করেছেন।

বুড়িচং ( কুমিল্লা ): বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে বুধবার রাতে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বোয়ালমারী (ফরিদপুর): বিস্ফোরক মামলার আসামি বিএনপির দুই নেতাকে বুধবার রাতে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): শাহজাদপুর উপজেলা যুবদল নেতা রানাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক ও হামলা ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাট: জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকীকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ওসি মাহফুজ আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কুলিয়ারচরে বিএনপি নেতা শাফি উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ওসি নান্নু মোল্লা।

ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উলিপুর (কুড়িগ্রাম): উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: ছাত্রলীগ নেতা ইমরান হত্যা মামলার অন্যতম আসামি গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক খালিদ হাসান উত্থানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আভঙ্গী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপালপুর থানার উপ-পরিদর্শক সাদিকুর রহমান জানান, তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ধামরাই (ঢাকা): ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু পরোয়ানাভুক্ত আসামি।

নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল উপজেলার জামতলা বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৭০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এ মামলায় বিএনপি নেতা আলী আসলাম ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

গোলাপগঞ্জ (সিলেট): গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

নাটোর: সিংড়ায় বিএনপির ৪৮০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

ঈশ্বরদী (পাবনা): বিএনপি-জামায়াতের দেড়শ' নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে ঈশ্বরদী থানায় মামলা করেছে যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাফিক। যুবলীগের অফিস ভাংচুর, মারধর, গুরুতর জখম ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগে এই মামলা করা হয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২০,২০১৮)