কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-৫ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুসের কুমিল্লা নগরীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা অধ্যাপক ইউনুসের ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে নগরীর তালপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে অধ্যক্ষ মো. ইউনুস নগরীর তালপুকুর পাড়ের বাসায় বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে বৈঠককালীন একদল দুর্বৃত্ত হামলা করে।
এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সাবেক এমপি ইউনুস।
তিনি দাবি করেন, তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই প্রতিপক্ষ এ হামলা চালানো হয়েছে।
এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২১, ২০১৮)