মাদারীপুর প্রতিনিধি : ঘণ কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে শুরু হয় ফেরি চলাচল। এর আগে ঘণ কুয়াশার কারণে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটে দায়িত্বরত কর্মকর্তা ফারুক হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘণ কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭টা দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২১, ২০১৮)