দ্য রিপোর্ট ডেস্ক : দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৬ বছরের এক কিশোরসহ পশ্চিম তীর ও গাজায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) টানা সাপ্তাহিক বিক্ষোভে গাজা উপত্যকায় নিহত হন ফিলিস্তিনি। আর বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।

গাজার ইসরায়েল সীমান্তে মার্চ মাসে শুরু হওয়া 'গ্রেট মার্চ অব রিটার্ন' কর্মসূচির অংশ হিসেবে ৩৯ তম সাপ্তাহিক কর্মসূচি হিসেবে শুক্রবার বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। ইসরায়েল কয়েক দশকের দখলদারিত্বের বিরুদ্ধে এই বিক্ষোভ। এই শুক্রবার বিক্ষোভের বীরদের শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে ইসরায়েলি গুলিতে ১৬ বছরের কিশোর মোহাম্মদ আল-জাহজুহ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কোদরা বলেন, ইসরায়েলি সেনাদের ছোড়া একটি গুলি তার গলায় বিদ্ধ হয়েছে।

পরে মন্ত্রণালয় আরও জানায়, বিক্ষোভে আহত দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন। তাদের বয়স ২৮ ও ৪০। আহত হয়েছেন চার চিকিৎসাকর্মী।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা আভিযানিক নিয়ম মেনে গুলি চালিয়েছে।

বিক্ষোভে গুলির আগের দিন বৃহস্পতিবার পশ্চিম তীরে ১৭ বছরের কিশোর কাসেম আল-আবাসিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

গত দুই সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সেনা। ১৪ ডিসেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২২, ২০১৮)